আচ্ছালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
যারা ইন্টারনেট ব্যাবহার করি আমাদের সবারই একটা আইপি এড্রেস থাকে যার ফুল নেম হল “ইন্টারনেট প্রটোকল সার্ভার এড্রেস” যার দ্বারা আমাদের কে শনাক্ত করা সম্বভ একে অপরকে। এই জিনিষটি আমরা অনেকেই জানিনা। তবে আপনি চাইলে আপনার রিয়েল এই আইপি টি হাইড করে নিতে পারেন কোন আইপি হাইড সফটওয়্যার দ্বারা তখন আপনা
র রিয়েল আইপি্টি উইরোপের বা এশিয়ার কোন দেশের আইপি বলে শনাক্ত হবে। ধরুন আপনি কোন একটি সার্ভার বা কোন পিসির আইপি জানতে চান সেখানে বসে এই সফটওয়্যার টি ইন্সটল করা মাত্রই পেয়ে যাবেন এবং দেখতে পাবেন সেই পিসির বা সার্ভার এর আইপিটি, এর দ্বারা একদম নিখুত এবং নির্ভুল ভাবে জানতে পারবেন।সফটওয়্যার টি ইউন্ডোজের সকল ভার্সনে সমর্থন করবে তবে ৩২X৬৪ বিট দুটি ভার্সনের জন্যই আলাদা ভাবে আছে তবে সিরিয়াল কী একটিই। সাইজ ২.৭৯ এমবি।
ডাউনলোড এবং ইন্সটল শেষে আপনার সিস্টেমের স্ক্রিনে পাবেন ছোট্র আকারে ভেসে থাকবে, এবং সেখানে যদি ও না দেখা যায় তাহলে টাস্কবারে এটে থাকবে সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন আইপি এড্রেস এর বিষদ বিবরণ।
এখানে প্রেস করে ডাউনলোড করে নিন
সিরিয়াল কী এর জন্য এখানে প্রেস করুন।
ভাল লাগলে কমেন্ট করুন
আল্লাহ হাফিজ
ভাই আপনার লিঙ্কটা আসেনাই। দয়া করে লিঙ্ক দিন/
ReplyDelete