Wednesday, 13 June 2012

SEED UTORRENT FILES AFTER SETUPING WINDOWS

আমরা অনেকেই, একসাথে অনেক টরেন্ট সীড করি এবং টেনশনে থাকি যে, যদি উইন্ডোস সেটাপ করতে হয় তবে আবার টরেন্ট গুলো ডাউনলোড( যদি ডাউনলোড করা না থাকে ), টরেন্ট সফটওয়্যারে অ্যাড এবং রিচেক করে কম্পিলিট করতে ১.৫-২ ঘন্টা লেগে যেতে পারে (শুধু যে সময়ের ব্যাপার তা না অনেক কষ্টের কাজও বটে )।

এই রকম কষ্টের ও সময়ের কাজটি মাত্র এক মিনিটে করা যায় এই µTBackup সফটওয়্যারের মাধ্যমে ।



কিভাবে ?


০১. এই http://sites.google.com/site/teemue/ লিংক থেকে µTBackup সফটওয়্যার টি ডাউনলোড করে নিন ।


০২. এক্সট্রক্ট করার পর সফটওয়্যারটি চালু করুন





০৩. আপনার uTORRENT এর সকল টরেন্ট গুলো ব্যাকআপ নেয়ার জন্য backup uTorrent File এ ক্লিক করুন ।





০৪. ফাইলটি (*.utb) সেভ করুন ( উইন্ডোস যেই ড্রাইভে সেটাপ দিবেন সেটা ছারা অন্য যেকোন ড্রাইভে)।


Click on image for full size view.



০৫. তারপর উইন্ডোস সেটাপ দিন এবং uTorrent সফটওয়্যারটি ইন্সটল করার পর uTorrent সফটওয়্যারটি চালু হলে EXIT করুন ।


০৬. এবার µTBackup সফটওয়্যারটি চালু করে Restore 'em এ ক্লিক করুন





০৭. তারপর যে বক্সটি আসবে সেখানে ব্যাকআপ নেয়া (*.utb) ফাইলটি সিলেক্ট করে OPEN এ ক্লিক করুন ।





একটু অপেক্ষা করুন , কম্পিলিট হওয়ার মেসেজ আসলে OK করুন ।
এবার uTorrent সফটওয়্যারটি চালু করুন ।


দেখতে পাবেন আপনার সব টরেন্ট uTorrent সফটওয়্যারে ADD হয়ে গেছে ।



আর এক টি বিষয় আমি উইন্ডোস সেভেনে সফটওয়্যারটি ব্যবহার করছি , উইন্ডোসের অন্য কোন ভারসনে চলবে কি না সিউর না ।
আপনারা যদি উইন্ডোসের অন্য কোন ভারসন ইউজ করেন তাহলে সফটওয়্যারটি ট্রাই করে দেখতে পারেন চলে কিনা


ধন্যবাদ

No comments:

Post a Comment